সবাই জীবনে ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে রাখেন। ঠিক এই ফরেক্স মার্কেট এ কিছু সঞ্চয় করে রাখলে এতে আপনি আপনার একাউন্ট এ একটি সুরক্ষা রেখে ফরেক্স এ ট্রেড সহ সব করতে পারবেন। কিন্তু সঞ্চয় না রেখে যদি আপনি বার বার প্রফিট করে কিছু লাভের অংশ ফরেক্স এ না রাখেন তাহলে আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বা আপনার একাউন্ট এ সমেস্যায় পরতে পারেন। তাই নিজের একাউন্ট এ সঞ্চয় রাখার চেষ্টা করুন এতে আপনার ই সাফলতা আসবে।