ফরেক্সে সফলতার জন্য প্রথমত: একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি এটাকে কী হিসাবে নিবেন-কত টুকু সময় দিবেন বা এ থেকে কত পরিমাণ আপনার ইনকাম দরকার,কতই বা ইনভেস্ট করবেন তার উপর নির্ভর করবে সফলতা । এছাড়াও আপনি ফরেক্স কতটুকু বুঝেন ,কেমন কন্ট্রোল নিজের উপর, দক্ষতা কেমন কাজের উপর ,মানি ম্যানেজমেন্টসহ অন্যান্য পলিসির উপর আপনার কেমন ধারণা,কতদিন যাবত ফরেক্সে টিকে আছেন তার উপরই সফলতা নির্ভর করবে।