আমি আমার ট্রেডে লস হলে পিসি থেকে উঠে পড়ি এবং দূরে কোথাও হাঁটতে বেরিয়ে যাই৷বিশেষ করে আমাদের শহরের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঠান্ডা বাতাসে চলে যাই৷সেখানে মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সময় হাঁটাহাঁটি করি,রাতে নিশ্চিন্তে বেশ ভালো ঘুমাই,পর্যাপ্ত পানি পান করি এবং আমি ভুলে যাই আমি কখনোও কোনদিনও ফরেক্স মার্কেটে ট্রেড করি নাই...এই বিষয়গুলো মাথা থেকে সম্পুর্ন বের করে দেওয়ার চেষ্টা করি৷এইভাবে দু-তিন দিন চলে যাওয়ার পর ট্রেডে লস হওয়ার কারণগুলো নিয়ে আস্তে ধীরে বসে স্টাডি করি-কোথায় কোথায় entry করেছিলাম এবং কি কারণে market price আমার বিপরীত দিকে মুভ করলো ?? সেগুলো নিয়ে analysis করি এবং নোট করে রাখি৷এই বিষয়গুলো নিয়ে সতর্ক হয়ে যাই এবং সচেতন হই যেন এ ধরনের ভুল আর না করি৷তবে আমি কখনোই আমার ট্রেডের লসগুলো নিয়ে হতাশ হই নাই বা দুঃখ বোধ করি নাই অথবা কোনো প্রকার আফসোসও করি নাই৷কারণ মার্কেট আছে মার্কেট থাকবে আমিও আছি আর ট্রেড করার সুযোগ রয়েছে৷যেহেতু আমি আমার নিজের অনভিজ্ঞতার কারণে,অদক্ষতার কারণে লস করি তাই আমাকে অবশ্যই আরো ভালো করে শিখতে হবে জানতে হবে এই আশায় আবার নতুনভাবে নিজেকে তৈরি করি৷