কখনোই বড়লোক হওয়া যায় না৷যেমন আমরা সবাই ছোটবেলায় গল্পে পড়েছি অস্থির খরগোশের কথা৷খরগোশ এবং কচ্ছপের প্রতিযোগিতার চিত্রটি চোখের সামনে visualize করে দেখুন৷খরগোশ মাত্র কয়েক লাফে তার প্রতিযোগিতার রাস্তা পার হতে চেয়েছিল কিন্তু আদৌ কি তা সম্ভব হয়েছিল ? না বরং অত্যন্ত ধীর গতি সম্পন্ন,অবহেলিত ছোট্ট কচ্ছপ জয়ের মালাটি অর্জন করেছিল৷আমাদের এই ফরেক্স মার্কেটে আমরা অনেকেই অস্থির চঞ্চল খরগোশ মার্কা ট্রেডার৷মনে করি কয়েক দিনেই ফরেক্স মার্কেট থেকে প্রচুর প্রফিট করা সম্ভব৷আর যদি শুরুর দিকে অল্প কিছু প্রফিট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই৷এইবার এক লাফে বড়লোক হয়ে যাবো নিশ্চিত... এই ধরনের ভুল চিন্তা করেই আমরা লুজার হয়ে থাকি৷