হ্যা ভাই এখানে ট্রেডিং মানেই হলো আপনাকে সুনির্দিষ্টভাবে সঠিকভাবে এ্যানালাইসিসের মাধ্যমে নির্দিষ্ট একটা স্থান থেকে ট্রেড নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে, আমরা সাধারণ মার্কেটে আসল খেলা শেষ হওয়ার পর রং পজিশনে ট্রেডগুলো নেই আর লসের পর লস গুণতে থাকি আর মনে করি আমাদের সিস্টেম কাজে করেনা, স্ট্রাটিজি ভাল না ইত্যাদি এরকম নানান চিন্তা-ভাবনা করতে করতেই আমাদের বছরগুলো কেটে যায়, এর মূল কারণটা হলো আপনি মার্কেটের প্রেসার বুঝেন না, সাইকোলোজি বুঝেন না।