ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক হলেও, আজ মঙ্গলবার লেনদেনে কমেছে। দর বাড়ার শীর্ষে আছে ইউনাইটেড ফিন্যান্স এর শেয়ার, আজকের দিনে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এছাড়া বিক্রেতা শূন্য হয়ে গেছে ৭টি কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।কোম্পান গুলো হচ্ছেঃ- ইউনাইটেড ফিন্যান্স, অগ্রনী ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও বিডি ওয়েল্ডিং।
আর একটি নিউজ হল যে আগামী ২০ জানুয়ারি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান সূচক ডিএসইএক্স ও ব্লু-চিপ সূচক ডিএস ৩০ পুনর্বিন্যাস করা হবে।