আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জে ‘এন’ (n) ক্যাটাগরিতে এস.এস স্টিল লিমিটেডের কোম্পানীর আইপিও অনুেোদন করা হয়েছে। কোম্পানিটির টিকার হল sssteel. ফলে এখন থেকে এই কোম্পানীটির শেয়ার লেনদেন করা যাবে। এবং ৩০ জুন সমাপ্ত, ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ায় কাট্টলি টেক্সটাইল লিমিটেডকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এছাড়াও ফরচুন সুজ ও ওইমেক্স ইলেক্ট্রোড কোম্পানী যথাক্রম ১৫ শতাংশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে, আর এই বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।