বিটিআরসির এক সিদ্ধান্তে ধরাশায়ী হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। উল্লেখ যে, বিটিআরসি গত সপ্তাহে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন পরিচালনাকারী (এসএমপি অপারেটর) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। রোববার গ্রামীনফোনকে চিঠি দিয়ে সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বিটিআরসি গ্রামীণফোনের করণীয় ও বর্জনীয় কার্যক্রম ঠিক করে দিতে পারবে। এই সিদ্ধান্তের প্রভাবে গত দুই দিন ধরে টানা দর হারিয়েছে, যা ৪ শতাংশের বেশি দাম কমেছে এই ব্লুচিপ কোম্পানিটির শেয়ার।