আমার প্রতিদিন এর টার্গেট ৫০ পিপস আমি এতেই সন্তুষ্ট থাকি তবে সবসময় এই টার্গেট ফিল হয় না মাঝে মাঝে লস পড়তে হয় সেক্ষেত্রে লস রিকোভার করাই মুখ্য বিষয়। তবে আমি গড়ে প্রফিটেবল থাকতে পারি এটাই আমার জন্য ভালো।