আমি আমার প্রতিটি ট্রেডেই স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করার চেষ্টা করি। কারন আমি সর্বদা মার্কেটের প্রতি নজর দিতে পারি না। এক্ষেত্রে আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকি। এগুলো ব্যবহার না করলে ব্যালেন্স জিরো হবার ভয় থাকে ।