নিজে শিখে নিজেই ট্রেড করাটা সবচেয়ে বেশি পরিমাণে ইফেক্টিভ একটা ব্যাপার । কেননা অাপনি যদি দ্বিতীয় কারো দ্বারা ট্রেড করান এ ক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে । যেমন আপনি অনেক বেশি পরিমাণে হতাশা ভোগ করবেন । আবার বিশ্বস্ত সঙ্গি না পেলে আর্থিক হয়রানি শিকার হয় এমন ট্রেডারের সংখ্যা নেহায়ত কম নয় । তাই নিজের ট্রেডিং এর উপর বিশ্বাস স্থাপন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ্