দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হবার জন্য ডেমো ট্রেডিং এর বিকল্প নাই । তাই আমি বলব যতটা সম্ভব ডেমো ট্রেড করতে থাকুন । আর আপনি সব ধরনের স্ট্রাটেজি রিয়াল ট্রেড এ প্রয়োগ করার আগে ডেমোতে প্রয়োগ করে এর সাকসেস রেট দেখে নিন । এর সাকসেস রেট যদি ৮০% হয় তাহলেই কেবল তা আপনি রিয়াল এ প্রয়োগ করতে পারবেন । আশা করি আমরা যদি এভাবে ফরেক্স শিখার কাজটা অব্যাহত রাখি তাহলে আমরা রিয়াল ট্রেড করার সময় বেশি লস করব না এবং সফল হতে পারব ।