আমি আমার অ্যাকাউন্ট এখন পর্যন্ত একবারি জিরো করেছি। আমি এখন পুরোপুরি সফল নই কারন আমার এখন অনেক কিছু জানার বাকি আছে, আমার যা মনে ফরেক্স মার্কেট এ আসল শিখাতা আরাম্ভ ফরেক্স এ যোগ দেয়ার এক বছর পর থেকেই। ফোরামে পোস্ট দিচ্ছি এবং থ্রেড পাঠাচ্ছি। জানা, বোঝা এবং অভিজ্ঞতা সঞ্চয়ের চেস্টা করছি জানিনা কি হবে? তবে আশা আছে। রিয়েল ট্রেড শুরু করলে।