আসলে ছুটির দরকার আছে । কিন্তু আমরা যেহেতু একাজটা ঘরে বসে করতে পারি তাই দুইদিন ছুটির মনে হয় না খুব বেশি দরকার । ২ দিন করে হলে মাসে ছুটির দিন পরে ৮ দিন । কিন্তু এই ৮ দিন যদি মার্কেট খলা থাকত তাহলে আমরা মাসে আরও একটু বেশি আয় করতে পারতাম । তাছাড়া আমাদের তো ২৪ ঘন্টা ট্রেড করার জন্য বসে থাকা দরকার নাই । আমরা যদি মার্কেট খুব ভালভাবে এনালাইসিস করা শিখে যায় তাহলে খুব অল্প সময় দিয়েই আপনি অনেক ভালো লাভ করতে পারবেন ।বাকি সময় গুলো রিল্যাক্স করুন ।