কোনো কিছুই একটানা ভালো লাগে না।ফরেক্সে ও ভালো লাগতো না।যাইহোক যে কারনে হোক সপ্তাহে দুদিন বন্ধ থাকাটা ভালোই লাগে।তাতে করে ব্যক্তিগত কিছু কাজে মনযোগী হওয়া যায়।এসব কাজগুলো বন্ধ থাকা দুদিনে করে নেওয়া যায়।এজন্য আমার মনে হয় সপ্তাহে দুদিন ফরেক্স মার্কেট বন্ধ থাকাটা খারাপ কিছু নয়।