বেশিরভাগ ট্রেডাররা মার্কেট এনালাসিস না করে ট্রেড এ ঢুকে। যার কারনে তারা বেশি সময় লস খায়। আপনাকে আগে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট এখন কোথায় যেতে পারে। কারন আপনি যদি না অনুধাবন করতে পারেন মার্কেট কোথায় যাবে তাহলে তো সারা জীবন খেয়ে যেতে হবে।