ভাল বড় ট্রেডাররা যত লিভারেজ ব্যবহার করে সকলের ক্ষেত্রে তাদেরর অনুরূপ লিভারেজ ব্যবহার করা ভালো কিছু নয়। কারন ভালো ট্রেডাররা মার্কেট সম্পর্কে অনেক ভালো ধারনা জানে।তাদের অধিকাংশ ট্রেডই প্রফিটেবল হয়। এজণ্য তাদের মত সবার একই লিভারেজ উচিত না। তবে অনেক ভালো ট্রেডারই পরিমিত লিভারেজ ব্যবহার করে। যারা মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেড করে তারা সব সময় হাই লিভারেজ থেকে দূরে থাকে। কেননা এটা আমাদের লোভকে সদা সর্বদা জাগ্রত করে। আমরা বড় লটে ট্রেড করে সর্ব শান্ত হয়ে পড়ি। তাই ছোট লটে ট্রেড করার জন্য লো লিভারেজ সব সময়ের জন্যই ভাল।