আমি মনে করি নতুনদের ক্ষেত্রে একটিই কৌশল হওয়া উচিত , আর তা হল ডেমো ট্রেডিং করা । অনেকে বোনাস একাউন্ট খুলে ট্রেডিং করার কথা বলে থাকেন । কিন্তু আমার কথা হল ৪ থেকে ৫ টির মত ব্রোকার আছেন যারা বোনাস একাউন্ট থেকে লাভ করলে লাভ উত্তলন করতে দেন কিছু নির্দিষ্ট শর্তে যা পুরন করা সহজ নয় বাকি সবগুলোই ভুয়া । আর তাছাড়া বোনাস একাউন্ট বার বার খোলা যায় না সুতরাং একটি নির্দিষ্ট সময় পরে বোঝা যায় এটা সময় নষ্ট ছাড়া আর কিছু নয় । নতুনরা লাইভ ট্রেডিং করতে চাইলে ফরেক্স শেখার পাশাপাশি তারা ফোরাম থেকে পোষ্টের মাধ্যমে মূলধন অর্জন করতে পারেন এবং সেই মূলধন দিয়ে লাইভ ট্রেডিং করতে পারেন । তাই নতুনদের একটিই কৌশল হওয়া উচিত আর তা হল ডেমো ট্রেডিঙের মাধ্যমে নিয়মিত ফরেক্স শেখা ।