েএটা এমন একটা প্রশ্ন যে এটা আমি যে কাজ করি সেটা তেই করা হয় এটার কাজ নিয়ে এই প্রশ্ন এর উওর আমি এক কথায় বলতে চায় সেটা হল এটা বিভিন্ন যে কাজ করেন তার উয়েব সাইড এ দেওয়া আছে তাছাড়া আসলে শুধু নিউজ দেখে কখনও ট্রেড করা ঠিক না। নিউজ পাবলিশ হবার পর ৫ মিনিত পর ট্রেড করা সবচেয়ে ভাল। কারন নিউজ পাবলিশ হবার সাথে সাথে মার্কেট কিছুটা অনাকাঙ্গিত আচরন করে,