আপনার আইডিটি সম্পূর্নরুপে ভেরিফাইড হবে না , তাই আপনি এড্রেস ভেরিফাইড করতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইলিক্ট্রিসিটি বিল, ওয়াটার বিল যেই বিল এ আপনার নাম আছে সেই বিল দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বিলটি কোন্রকম পরিবর্তন ছাড়া যেভাবে আছে সেভাবে স্ক্যান করে ঠিক করে সেন্ড করতে হবে আর নয়ত আপনার দেওয়া ডকুমেন্টি একসেপ্ট করবে না । তাই এই কাজটি সম্পুর্ন না করলে আপনি পরবর্তিতে কোন প্রকার ফোরাম পোস্টিং এর বোনাস আপনার একাউন্ট এ এড করতে পারবেন না।