এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টের বিষয়ে ব্রোকরের সাইটেই নির্দেশনা পাওয়া যায়। সধারনত পরিচয় ও ঠিকানা দুইটার জন্য দুইটি ডকুমেন্টস দিতে হয় এবং এ দুইটির পরস্পরের মধ্যে মিল থাকতে হয়। আমাদের অনেকেরই ডুকুমেন্টের একটার সাথে একটার মিল থাকে না। সহজ হলো যেই ডকুমেন্টের সাথে ঠিকানা মিলে তা দিয়ে একটা ব্যাঙ্ক একউন্ট করে ফেলা।