ডিপোজিট করা ক্যাপিটাল এর উপর ব্রোকার যে পরিমাণ লোন দিয়ে থাকে তাকে লিভারেজ বলে। 1:100 লিভারেজ অর্থাৎ ব্রোকার আপনার ডিপোজিট এর উপর 100 গুন পর্যন্ত লোন দিবে । লিভারেজ ব্যবহার করে আমরা ডিপোজিট এর তুলনায় অনেক বেশি লট এ ট্রেড করতে পারি এবং বেশি প্রফিট করতে পারি।