একজন নতুন ট্রেডার একদিনে ৩ - ৪ টার বেশি ট্রেড অপেন করা উচিৎ হবে না। যেহেতু সে নতুন তাই বেশি করতে গেলে তার একাউন্ট শুন্য হওয়ার সম্বভনা বেশি থাকে । সে সব ট্রেডে লাভ করবেনা তাই রিক্স নিয়ে বেশি ট্রেড করা উচিৎ নই।