সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা ফরেক্স এ মেইন কারন এর উপর বেইজ করে আমরা ট্রেডে এন্ট্র নেই বাই অথবা সেল এই দুইটা কে খুব ভাল করে চিনতে হবে তা না হলে ট্রেড করাটা সম্ভব হবে না মার্কেট সাপোর্টে কি করতে হবে? রেজিস্ট্যান্স এ থাকলে কি করতে হবে আমাকে বুযতে হবে তখন আমি মার্কেটে এন্ট্রি নেওয়া আমার সম্ভব হবে।