QuoteOriginally Posted by shawon2015 View Post
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো.
আসলে টাইমফ্রেম না থাকলে আমরা কোনো নির্দিষ্ট সময়রে মধ্যে মার্কেট কি পরিমান মুভমেন্ট করেছিলো তা বুজতে পারতাম না। টাইমফ্রেম এর মাধ্যমেই আমরা কোনো নির্দিষ্ট সময়ের ব্যাবধানে মার্কেট কতটুকু আপডাউন হয়েছে বুঝতে পারি। যেমন ৫ মিনিটের টাইমফ্রেম দ্বারা বুঝা যায় মার্কেট ঐ ৫ মিনিটে কতটুকু মুভ করেছে তেমনি ১ দিনের টাইমফ্রেম দ্বারা মার্কেট ১ দিনের মধ্যে কতটুকু মুভমেন্ট করেছে তা বুঝায়। এতে করে ট্রেডারদের এনালাইসিস করতে অনেক সুবিধা হয়।