অতিরিক্ত লাভের আশায় বেশী বেশী ট্রেড করা এবং প্রতিটি ট্রেড থেকে শুধু লাভ করার চিন্তাই ট্রেডারদের মানসিক চাপের অন্যতম প্রধান কারণ । আর এই মানসিক চাপের ফলে যেমন একজন ট্রেডার এনালাইসিসে ভুল করতে পারে ঠিক তেমনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জায়গায় ভুল সিদ্ধান্ত নিতে পারে যা লাভের চেয়ে লসের সম্ভাবনাই আরও বাড়িয়ে দেয় । তাই এই মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায় হল লসকে গ্রহন করতে শিখুন । প্রত্যেকটি ট্রেডের পূর্বে এটি মাথায় রাখতে হবে যে কেউ গ্যরান্টি দিয়ে ট্রেড লাভ করতে যেহেতু পারেনা তাই ট্রেডে লস হতেই পারে এবং সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার ট্রেড শুরু করতে হবে ।