লস করলে হতাশাগ্রস্থ হয়ে পড়া মোটেই ঠিক নয়। মানসিক ভাবে স্থির থাকতে না পারলে সফল ট্রেড করার চান্স থাকে না। নিজেকে স্থির রাখা, ফরেক্স এর প্রতি এডিক্ট না হওয়া এবং প্রতিদিন রুটিন মাফিক চলতে পারলে মানসিক চাপ থেকে দূরে থাকা সম্ভব। আপনি কিভাবে ট্রেডে দক্ষ হতে পারবেন সেটা ভাবতে হবে।সব ধরনের এনালাইসিস করেই ট্রেড করবেন।ট্রেডিং কখনো চাপ হিসাবে নেবেন না।রিলাক্সে ট্রেড করবেন।তার আগে নিজেকে ট্রেডে দক্ষ করে তুলুন।