ফরেক্স রোবটের সব থেকে বড় অপকারীতা হল এটা সঠিক মার্কেট কন্ডিশান না হলে একেবারে লেজগোবরে করে ফেলে। ফলশ্রুতিতে আপনার একাউন্ট ফকফকা। যদি রোবট এত ভাল প্রফিট মেশিন তবে কেন তার বিক্রেতা ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করবে? প্রশ্ন জাগা স্বাভাবিক নয় কি। তাই আমার মতে রোবটের মাধ্যমে ট্রেড করার আগে আরো এক বার ভেবে নেবেন।