ভাই আমি আমার এই ট্রেডিং লাইফ এ ১০ এর বেশি বার ব্যালেন্স জিরো করেছি,কিন্তু আমি ব্যালেন্স জিরো করে ফরেক্স থেকে বিরত হয়নি,আমি ক্লান্ত হয়নি,আমার সব সময় ফরেক্স লার্ন করার ইচ্ছা ছিলো প্রবল,ব্যালেন্স জিরো করতে করতে এক দিন ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখে গেলাম,তাই ভাই ব্যালেন্স জিরো হলে ক্লান্ত হবেন না চেষ্টা করবেন আবার।