ফরেক্সে আমরা বিভিন্ন পেয়ারে ট্রেড করে থাকি। এখানে রয়েছে অসংখ্য পেয়ার। একেক পেয়ারের আচরন একেক রকম হয়। তাই একজন ট্রেডারের পক্ষে সবগুলো পেয়ার এনালাইসিস করা সম্ভব হয়না। আবার কিছু কিছু পেয়ারে লসের সম্ভাবনা থাকে অনেক বেশি, কিছু কিছু পেয়ারে প্রফিট কম, কিছু কিছু পেয়ারে উলটা পালটা আচরন করে। তাই অল্প কয়েকটি কারেন্সী নিয়ে কাজ করাই ভালো।