আসলেই তাই। আপনাকে নির্দিষ্ট কিছু পেয়ার চুজ করতে হবে যেটা আপনি বেশ ভাল বঝতে পারেন। কেননা অনেকগুলো পেয়ার মেইনটেন করা যেমন কঠিন তেমনি ঝুকির পরিমাণও তাতে বাড়ে। তাই আমি বলব একটা বা খুব বেশি হলে দুটো পেয়ারে ট্রেড সীমিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মার্কেটে ভাল করতে হল বা ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে বা ফরেক্স মার্কেটে সফল করতে হলে নির্দিষ্ট কিছু পেয়ার বেছে নেয়া উচিৎ বা নির্দিষ্ট পেয়ারে থাকা উচিৎ বা নির্দিষ্ট কিছু পেয়ার বেছে নিয়ে সেই পেয়ারে শুধু মাত্র ফরেক্স ট্রেড করা উচিৎ তাহলে সেই পেয়ার গুল সম্পরকে ভাল অভিজ্ঞতা অর্জন করা জায় বা সেই পেয়ার গুল সম্পরক অভিজ্ঞতা থাকে জেতে করে প্রফিট করা জায় ভাল ।