QuoteOriginally Posted by mehedi12122 View Post
বেশিরভাগ ফরেক্স ট্রেডাররা সবসময় চেস্টা করে অনেক প্রফিট করতে। চাইবে নাও বা কেন? এই মার্কেটে সম্ভাবনার তো অভাব নেই। কিন্তু অনেক জায়গায় ফোকাস করতে গিয়ে যা হয় তা হল ভালমতো কোন একটা সেক্টরকে তেমন গুরুত্ব না দেয়া। আর এই জিনিষ অনেক ক্ষতিকর যেকোনো ট্রেডার লস এর পাল্লা ভারী করতে এই টেকনিক ই যথেষ্ট। তাই সবসময় আমাদের চেস্টা করতে হবে হাতে গনা কয়েকটি পেয়ার নিয়ে সবসময় কাজ করা। তাতে আপনার ওই পেয়ারের ব্যাপারে একটা ধারনা সবসময় থাকবে। ওই পেয়ারের বিভিন্ন লেভেল আর মুভমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকবে যা কিন্তু মটেও চারটি খানি কথা না।
ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে নির্দিষ্ট কিছু পেয়ার নিয়ে কাজ করা উচিত। তাতে করে ঐসব পেয়ারে অভিজ্ঞতা বৃদ্ধি পায়। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমরা অনেকে শুরুতেই বেশি প্রফিট করার আশায় মেজর কারেন্সি বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা অয়েলে ট্রেড নিয়ে বসি। আর এটাই অতি দ্রুত ব্যালেন্স হারানোর এবং মার্কেট থেকে ছিটকে পড়ার মূল কারণ। বিশেষ করে নভিস ট্রেডাররা এই কাজগুলো করে থাকেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতে মেজর কারেন্সি, যেমন- eurusd, usdeur, gpbusd, usdjpy ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা উচিত। এসব কারেন্সিতে ট্রেড করলে আপনি প্রফিট কম করলেও বড় ধরনের লস করার সম্ভাবনা খুবই কম থাকে। হাই ভলাটাইল কারেন্সিতে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা এবং মূলধনের দরকার রয়েছে। কমপক্ষে 2/3 বছরের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া এসব হাই ভোলাটাইল পেয়ারে ট্রেড করা উচিত নয়।