এটা খুব স্বাভাবিক ব্যাপার যে, কোন কিছু নতুন শুরু করার আগে ভাল করে যাচাই করে নিতে হয়ে। ঠিক সেরকম ই নতুন ট্রেড ওপেন করার আগে ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্থা সেটা দেখে নিয়ে তবে এগন উচিৎ, এতে দুত উপকার হয়ে। ১। ট্রেড এ লস কম হয়, মার্কেট সম্পর্কে একটা সাম্মক ধারনা তৈরি হয়ে। সুতরাং সাফল্য পেতে গেলে বুঝে জেনে তারপর ট্রেড করাটাই ভাল।