টাইমফ্রেমের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল। এটা বোঝা খুব দরকার। আপনি ছোট ট্রেড করতে গেলে ছোট টাইমে ফ্রেম ব্যবহার করবেন আর বড় ট্রেড করতে গেলে বড় টাইম ফ্রেম দেখে ট্রেড করবেন।