ট্রেড করার সময় টাইম ফ্রেমের সঠিক ব্যবহার জেনে নেওযা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৤ টাইম ফ্রেম দেখেই আমরা মার্কেটের প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারি ৤ ফরেক্সের ক্ষেত্রে টাইম ফ্রেমের আলাদা একটা গুরুত্ব রয়েছে৤ আমরা যারা ট্রেড শুরুর আগে এনালাইসিস করি এবং টেকেনিকেল এনালাইসিসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইম ফ্রেম ৤ m1,m5,m30,h1,h4,d1,w1, ও M হল উল্লেথযোগ্য টাইম ফ্রেম ৤ ক্যান্ডেল স্টিক এবং টাইম ফ্রেমের মধ্য যে বিষয়টা আমরা বুঝি তা এনালাইসিস করে বের করতে হয় এবং এর জন্য টাইম ফ্রেম কার্যকরী ভূমিকা পালন করে ৤