টাইমফ্রেম মানে সময়ফ্রেম। ফরেক্স মার্কেটে টাইমফ্রেম বলতে একটা নির্ধারিত সময় বেছে নিয়ে কাজ করার প্রক্রিয়াকে বোঝায়। এমটি ফোর-এ ৯ টি টাইমফ্রেম রয়েছে এবং এমটি ফাইব/৫ যেহেতু আমি ব্যবহার করিনা তাই বলতে পারছিনা, তবে যেহেতু সেটা আপডেড ভার্সন সেজন্য সেটাতে বেশি থাকার কথা।টাইমফ্রেম হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু সময়ের সংক্ষেপ বিশেষ যার মাধ্যমে/সাহায্যে ট্রেডাররা তাদের পছন্দের টাইমফ্রেম বেছে নিয়ে ট্রেড করতে বসেন। টাইমফ্রেমে যে সময় গুলো অন্তর্ভুক্ত থাকে তা দিয়ে লং টাইমে এবং শর্ট টাইমে দুই ভাবেই ট্রেডাররা ট্রেড করতে পারে। মেটাট্রডার ৪ এবং ৫ টাইমফ্রেম মূলত m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn1 ইত্যাদি ফরমেটে থাকে।