চমৎকার প্রশ্ন। আমার মতে স্টোপ লস বেশি দরকার। কারন এটি আপনাকে বড় বিপদ মানি পুজি হারানো থেকে রক্ষা করে। টেক প্রফিট অনেক সময়ে হিট করবে আবার কাছাকাছি ঘুরে চলে আসবে। কিন্তু স্টোপ লস না থাকলে আপনার পুজি নিমিষেই শেষ করে পেলবে। তাই আগে দক্ষ হন পরে ট্রেড করুন। মনে রাখবেন একেবারে বিপদ না আসলে স্টোপ লস তেমন হিট হয় না।