ফরেক্স আসলে একটি ভালো ব্যবসা। কিন্তু এটাকে আমরা প্রথম অবস্থায় বুজি না কেন লস করি। এর প্রথম কারণ হলো আমরা সঠিক মানিম্যানেজমেন্ট করি না আর নিজের কোন স্টাটিজি সঠিক ভালো তৈরী না করেই কিছু দিন ডেমো করেই রিয়েল ট্রেড শুরু করি আর বড় বড় লট অপেন করে একাউন্ট জিরো করে ফেলি। তাই নতুনরা এই লস খেয়ে পরে তারা বুজতে পারে কেনো লস হচ্ছে পরে সেই লস তাদের কম হতে থাকে
ফরেক্স হল অনলাইন ভিত্তিক একটি ব্যবসা। ফরেক্স মার্কেটে নতুনরা লস করে বেশি কারণ আমি মনে করি তারা ফরেক্স ট্রেডিং ভালোভাবে না শিখে ফরেক্স মার্কেটে ট্রেড করে অর্থ উপার্জন করতে চায়।যদি তারা ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখে তারপরে ফরেক্স মার্কেটে অর্থ উপার্জনের জন্য ট্রেড করতো তাহলে তারা এমন লস করত না। আমি মনে করি তাদের লস করার কারণে এটা। ফরেক্স মার্কেটে একজন ট্রেডার যদি তার জ্ঞানের সাথে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই প্রফিট করতে পারবে।এখানে সফল হতে গেলে আপনার প্রয়োজন এটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা এবং ধারণা। আর ফরেক্স এ যারা নতুন তাদের অভিজ্ঞতা জ্ঞান খুবই কম থাকে। তাই তারা এখানে মার্কেট সম্পর্কে সঠিক এনালাইসিস করতে পারেনা। তাই নতুনরা ফরেক্সে বেশি লস করে।একটু অভিজ্ঞতা অর্জন করে তখনই তারা রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করা শুরু করে দেয় এবং লচের সম্মুখীন হয়।