আমরা সবাই ট্রেড করার জন্য মার্কেট এ আসি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, আপনি ট্রেড না করলেও সেটাও ট্রেডিং এর অংশ। যেমন আপনি বেশ কয়েকদিন ট্রেড করে লাভ করলেন এবং আরও লাভ করার জন্য ট্রেড করবেন এটাই স্বাভাবিক। কিন্তু না একদম ঠিক নয় ট্রেড কন্টিনিউ করা কারন আপনি লস করবেন এমনকি পুরো এমাউন্ট সহকারে লসও হতে পারে তাতে কোন সন্দেহ নেই। তাই মাঝে মাঝে ট্রেড করবেন না শুধু মার্কেট দেখবেন তাতে আপনার ট্রেডিং করার স্কিল বৃদ্ধি পাবে। তবে সব সময় চার্ট দেখবেন না।
এখন আসি এটি কেন হয়? আমাদের ব্রেইন যেকোন বিষয়কেই খুব যন্ত্র সহকারে স্টোর করে রাখে। তো মার্কেট কখনও একই প্যাটার্নে চলে না। আর তখনওই ঘটে বিপত্তী কারন আমরা এই মাত্র লাভ করালাম এখনই একই সিস্টেম কাজ করছে না এটা আমরা মেনে নিতে পারি না। তাই শুরু করি ট্রেড আরও বেশী। এবং ফলাফল একাউন্ট শুন্য।
তাই আমাদের ট্রেড করার সাথে সাথে কোথায় ট্রেড করা থেকে বিরত থাকতে হবে সেখানেও লক্ষ্য রাখতে হবে।