না শুধু মাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর ট্রেড করা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা ইন্ডিকেটর রেজাল্ট দেয় মার্কেট চলে যাবার পর । তাছাড়া বেশির ভাগ সময়ই ইন্ডিকেটর আপনাকে ভুল সিগনাল দিবে । তাই ইন্ডিকেটর বেস ট্রেড না করে প্রাইজ অ্যাকশন ধরে ট্রেড করাই অধিক নিরাপদ ।