আমরা কোনো না কোনো ব্রোকার হাউজের অধীনে ট্রেড করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানিনা এই ব্রোকার হাঊজ কীভাবে প্রতিষ্ঠিত হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফি দিয়ে ব্রোকার হাউজ প্রতিষ্ঠা করা যায়। অনলাইনে how to open a broker house? লিখে সার্চ দিলে আপনি অনেক তথ্য পাবেন। শিফট ব্রোকার নামে একটা সাইটও আছে।ফরেক্স মার্কেটে ট্রেডারদেরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ব্রোকার হাউজ। এবং প্রত্যক ট্রেডারকেই একটা ব্রোকার হাউজের অধীনে ট্রেড করতে হয় এত ব্রোকার হাউজের মধ্য ভালোটা বাছাই করে নেওয়া কষ্টসাধ্য ব্যাপার বটে।তবে এই সব ব্রোকার হাউজের মধ্য কিছু কিছু ব্রোকার হাউজ আছে যেগুলো খুব জনপ্রিয়।প্রতিটা ব্রোকার হাউজকে অনুমতি নিতে হয় প্রতিষ্টা করার জন্য তবে আমার এই বিষয়ে জ্ঞান সীমিত। আাপনি যদিএ বিষয় সম্পর্কে সার্চ দেন তাহলে বিস্তারিত পাবেন।