ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে এই রুলগুলো মেনে চলতে হবে। আপনি যদি এই রুলগুলো মেনে না মেনে ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকতে পারবেন না। প্রথমত ট্রেড করার পূর্বে আপনাকে বাজার এনালাইসিস করতে হবে এবং ট্রেড করার পূর্বে বাজার এনালাইসিস করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে বাজার ট্রেড করার জন্য উপযোগী নাকি উপযোগী না। এছাড়া মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে সব সময় ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে। কিন্তু মনে রাখবেন যারা দক্ষ ট্রেডার তারাই এই বিজিনেস থেকে কুব সহজে ইনকাম করতে পারবে,ফরেক্স মার্কেট থেকে বেশিরভাগ ট্রেডার ইনকাম করার থেকে লস করে থাকে,এর কারন হইয়ছে সঠিক জ্ঞান এর অভাব।