আমিতো ভাই মেটাট্রেডার ৪ ব্যবহার করি।আর এটিতে অন্যান্য ট্রেডারের মত প্রায় সকল টুলস আছে।আমি প্রথম থেকে মেটাট্রডার ৪ ব্যবহার করে আসছি।আমার থেকে এটা ছাড়া আর কোন মেটাট্রেডার ভাল লাগে না।ঘুরে ফিরে সবগুলোর কাজ প্রায় একই ।আর মেটাট্রেডার ৫ এ কিছু নতুন টুলস আছে।তবে আপনি মেটাট্রেডার ৫ ব্যবহার করতে পারেন।