অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার জন্য সচরারচর প্রতি লেভেলে তিনদিন সময় লাগে।তবে এর মধ্যে দুএকদিনেও ভেরিফাই হতে পারে।তবে সর্বোচ্চ সময় লাগে তিনদিন। তিনদিন তথা ৭২ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবেই।তবে হ্যা, মার্কেট খোলা থাকবে এমন দিনে ভেরিফাই করতে হবে।মার্কেট খোলা থাকবে এমন দিনগুলো ভেরিফাই হওয়ার হিসাবে আসবে।