ছাত্রদের জন্য ফরেক্স একটি সুযোগ কিছু উপার্যন করার জন্য। তব যেহেতু এখানে লসের ঝুকি থাকে তাই ছাত্রদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু সঠিক মানি ম্যানেজমেন্ট থাকলে সফলতা অর্জন করা সম্ভব। একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে লং রান করা যায়না।