এর মধ্যে কোনো কোনো ইন্ডিকেটর মার্কেটের প্রাইস ভ্যালু নির্দেশ করে আবার কোনোটা ট্রেন্ড নির্দেশ করে।তবে ইন্ডিকেটর যাই করুক না কেন এটা কিন্তু আপনাকে প্রফিট করিয়ে দেবে না। কেউ ইন্ডকেটর দিয়ে এনলাইসিস করে। আবার কেউ ইন্ডিকেটর ছাড়া এনালাইসিস করে ট্রেড করে। ফরেক্স মার্কেটে দু-ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকি এবং সাথে সংযুক্ত করেছি একটা মুভিং এভারেজ। তো এখানে আপনি এক ধরনের ইন্ডিকেটর পাবেন যেটা হলো লিডিং ইন্ডিকেটর এবং অপরটির নাম হলো লেগিং ইন্ডিকেটর। এখন এর মধ্য থেকেই আপনাকে আপনার সুবিধা অনুযায়ী সবকিছু সাজিয়ে-গুছিয়ে নিতে হবে।