ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস শুধু ফরেক্স নয় সব জায়গায়ই আপনার ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে। কারন অতিরিক্ত কনফিডেন্স আপনাকে মার্কেট সামনের দিকে বা আপনার ট্রেডের অনুকূলে যাবে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়াই এই বলে আপনাকে ট্রেড মুখী করবে কিন্তু আপনি যদি সকল কেৌশলকে অগ্রায্য করে ওভার কনফিডেন্সের ডাকে সারা দিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করেন তা হলে আপনি ট্রেড বড় ধরনের লস করবে এটিই স্বাভাবিক বিষয় আর তখন এর জন্য একমাত্র দ্বায়ী থাকবে আপনার ওভার কনফিডেন্স।