QuoteOriginally Posted by nizam View Post
আমি মনে করি যে, ফরেক্স মার্কেটে আগে আমাদের ফরেক্স সম্পর্কে সবকিছু বুজা উচিত। না বুজে, না শিখে আমরা যদি শুরুতেই রিয়েল অ্যাকাউন্ট এ ত্রাদ করা শুরু করি তবে সেটা বুধ হয় আমাদের জন্য ক্ষতি কর। তাই আগে ফরেক্স শিখে তারপর আয়ের চিন্তা করা দরকার। এতে হতাশ হওয়ার চিন্তা থাকে না। আপনাদের মত কি?
জি হ্যাঁ ভাই কথাটা একদম সঠিক। ফরেক্স মার্কেট এমন একটা আন্তর্জাতিক মার্কেট যেখানে প্রতিনিয়তই আপনাকে শিখতে হবে। আর প্রতিনিয়তই মার্কেট এনালাইসিস করার সক্ষমতা থাকতে হবে। এখানে অনুমানের উপর ট্রেড করলে লসের হারই বেশি থাকবে। তাই এখানে ধৈয্য ধরে শেখার কোন বিকল্প পথ নেই। ধৈর্যের পরিক্ষা অতিক্রম হওয়ার পরই আপনি লাভ করতে পারবেন।