ফরেক্স ট্রেড করে আমি এ যাবৎ পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য প্রফিট করতে পারিনাই। এর মুল কারন হল ফরেক্স ট্রেড করে আপমি প্রফিট যা করি তা একদিনে লস করে ফেলি এর মুল কারন হয় বড় লটে ট্রেড করা আর আমি চাইলেও এর থেকে পরিত্রান পাচ্ছি না। কারন যখন ই দেখি মার্কেট খুব নীচে নামছে তখন ই সেল ট্রেড মারি যেন ভাবি মার্কেট আর ও নামবে এই মনে করে বড় লট ব্যবহার করি যেন বেশি প্রফিট করতে পারি কিন্তু মার্কেট তখনই উল্টোদিকে যেতে থাকে আর অনেক বেশি লস নিতে আমি আমার ট্রেডগুলি ক্লোজ করে দেই। তাই প্রফিট করতে পারলেও সেটা একদিনে লস করে ফেলি। তাই আপনাদের প্রতি অনুরোধ ০.০১ লট এর বেশি ট্রেড করবেন না। তাহলে আমার মত আপানারও অবস্থা হবে।