স্ক্যাল্প করাটা খুব ই রিস্কি একটা টেকনিক যার জন্য আপনার অনেক টুকু অভিজ্ঞতা আর সাইকোলজিক্যালি ডেভলপড হতে হবে। স্ক্যাল্প করে দ্রুত প্রফিট করা যায় বলে অনেকেই স্ক্যাল্প করে থাকে । কিন্তু এটাতে আবার মার্কেট সেন্টিমেন্ট না বুঝলে, নিউজের দিকে খেয়াল না রাখলে আর স্টপ লস টেক প্রফিট ইউজ না করলে বড় ধরনের বিপদ হবার আশংকা রয়েছে। নতুন অবস্থায় যদি কেউ স্ক্যাল্পিং করতে চায় তাহলে চরম ভুল করবে কেননা এতে একাউন্ট জিরো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে । স্ক্যাল্পিং ট্রেডিং লাভের পরিমাণ এর চেয়ে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি তবে লং টাইম ঝুঁকির পরিমাণ কম থাকে এবং মোটামুটি লাভ করা যায় যদি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা হয় ।